Posts

Thoughts

মনের ঘোরে লুখিয়ে রাখা হাজারও কথা, মাঝ রাতের মিষ্টি স্বপ্ন হয়ে দেয় দেখা। অনেক অপূর্ণ চাওয়ার নাম ইচ্ছে হয়ে যায় , যখন অগুন্তি বাধ্যকতা সীমাবদ্ধতা  এসে যায় । চরম বাস্তবতা এসে যখন দরজায় ঠোকা দেয় , ভালোলাগা গুলো জীবন থেকে কেড়ে নেয়। এ কেমন ভয়ানক অভেদ্য মায়াজাল , হাসিখুশি স্বাভাবিক মানুষকেও করে বেহাল। এ সংসারের সবকিছু কেবলই মোহমায়া ; বোঝা যায়, সব থেকেও, কঠিন পরিস্থিতিতে যখন নিজেকে একা পায় । যখন নিজেকে একা পায় ।।